
এখন থেকে আপনারা গুগল প্লেস্টোর থেকেই Nearby Share ফিচারের মাধ্যমে যেকোনো এপ/গেম শেয়ার করতে পারবেন। Nearby Share এর মাধ্যমে শেয়ার করা যাবে যেকোনো ফাইলও। ShareIt এর মতো এপগুলোর দিন শেষ হলো বলে!তো আপনি কবে থেকে শুরু করছেন ব্যবহার করা?
প্রযুক্তি কথন প্রযুক্তি নিয়ে কথা বলে।বাংলায় প্রযুক্তি নিয়ে একটি মানসম্মত প্লার্টফর্ম গড়ে তোলার প্রয়াসে প্রযুক্তি কথন তৈরি করা হয়েছে, এই শুভ প্রয়াস বাস্তবায়ন করতে আপনার সহায়তা এবং সাপোর্ট অনেক বেশী প্রয়োজন।প্রযুক্তি কথনের আজকের ফিচারটি যদি আপনার ভালো লেগে থাকে, তাহলে “লাইক” করুন, “কমেন্ট” করুন এবং আপনার বন্ধু-বান্ধব এবং পরিচিতদের সাথে এটি “শেয়ার” করুন।
[ “কথা হোক প্রযুক্তি নিয়ে” ]
Nileah
Nice